কলেজের মসজিদে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন। যাওয়ার সময় তিনি বলে গেলেন, ‘এই কলেজে আর আসবেন না’।
সোমবার (১৪ জুলাই) প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সহায়তায় তিনি কলেজ ছাড়েন।
শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ৯ দফা দাবিতে প্রায় ১০ মাস আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলন শুরু করেন। তবে সেসব দাবি বাস্তবায়নে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় সম্প্রতি নতুন করে আন্দোলন শুরু হয়।
গত বৃহস্পতিবার কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনায় আশ্বস্ত হতে না পেরে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি- অধ্যক্ষের পদত্যাগ চাই’ স্লোগানে আন্দোলনে নামেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো- গণতান্ত্রিক ধারায় ছাত্র সংসদ নির্বাচন, ডিগ্রি শাখার জন্য পৃথক আধুনিক ক্যাম্পাস, ক্যাম্পাসে সিসিটিভি ও পর্যাপ্ত লাইটিং, মাদক ও বহিরাগত ঠেকাতে পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের জন্য বাস-মাইক্রোবাস সার্ভিস, আবাসিক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আলাদা তহবিল, কলেজের আয়-ব্যয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশ ইত্যাদি।
আপনার মতামত লিখুন :