জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ার আদমদীঘিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার কাল্লাগাড়ী ইসলামিয়া দারুস সুন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাকি সরকার, শাহিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস. মাসুদ আহমেদ, ফরিদ আহমেদ, বিএনপি নেতা কবির হোসেন, এস.এম. হান্নান, যুবদল নেতা ফজলুল হক সাগর, তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, লিটন খান, স্বেচ্ছাসেবক দল নেতা বুলু মাহমুদ ঠান্ডু, জিল্লুর রহমান, কৃষক দলের আহ্বায়ক শরিফ আহমেদ রানা, তাঁতীদল নেতা উজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ কাওছার দ্বীপসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
দোয়া মাহফিলে শেষে আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী শামীম আহম্মেদ ওই মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাও. হারুনুর রশিদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :