ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকায় এক কৃষকের বাড়ি থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত কৃষক নিমাই চন্দ্রকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করা হয়। অভিযুক্ত নিমাই চন্দ্র উপজেলার মৃত গণেশ চন্দ্রের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, ‘উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৯ ধারা অনুযায়ী নিমাই চন্দ্রকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’
রাণীশংকৈল থানার ওসি মো. আরশেদুল হক বলেন, কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, কচ্ছপটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি খাওয়ার উদ্দেশ্যে কেনা হলেও আইন অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণকে বন্য প্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 
                            -20250725172206.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন