খাগড়াছড়ির মানিকছড়িতে রঙের বালতিতে পড়ে মো. আনাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই এলাকার মো. আবু আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ও পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় আনাস বাড়ির বাইরে খেলা করছিল। একপর্যায়ে সে ঘরের পাশে রাখা রং মেশানো পানির বড় বালতিতে পড়ে যায়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বালতির মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 
                             
                                    
-20250725175311.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন