নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ইতি আক্তার (৩০)। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন (৩৫) কে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন গাড়িচালক।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ইতির ঘরের সামনে ছুটে যান। দরজা বন্ধ থাকায় নক করলে কিছুক্ষণ পরে বিল্লাল দরজা খুলে দেন। এরপর তারা দেখেন ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ইতি আক্তারের পরকীয়ার সন্দেহ থেকেই কলহ তীব্র হয়। একপর্যায়ে স্বামী বিল্লাল ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা রুটি বানানোর বেলন দিয়ে তার স্ত্রীর মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ইতি।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন