খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। রোববার (২৭ জুলাই) উপজেলার লোগাং এলাকার করল্যাছড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ইউপিডিএফ এর সাথে কারো কোন গোলাগুলি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে জেএসএস এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার রাতে দীঘিনালার দূর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। এতে চারজন নিহত হওয়ার খবর শোনা গেলেও কোন পক্ষই তা নিশ্চিত করেনি।
পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, ‘গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি তা নিশ্চিত নই। কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন