বগুড়ার আদমদীঘিতে চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাছিম আহমেদ জয় (২৬) নামে এক মেরিন প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন মেরিন প্রকৌশলী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ থাকলেও জয় মোটরসাইকেল চালিয়ে গেট ভেঙে প্রবেশ করেন এবং দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।
ঠিক তখনই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি প্রায় দেড়শ গজ দূরে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

 
                             
                                    -20250727201204.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন