কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ঢুকে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার আবদুল্লাহর দোকানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মাঝেরডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ফাঁসিয়াখালীতে বসবাস করছিলেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, ঘটনার সময় রহিমের সঙ্গে বাড়িতে ছিল তার মেয়ের নাতি আদিবুর রহমান তুহিন। সকালের দিকে তারা একসঙ্গে খাবার খায়। পরে তুহিন স্থানীয় নুরানি মাদ্রাসায় গেলে বৃদ্ধ রহিম সেখানে একা ছিলেন। বিকেলে তুহিন মাদ্রাসা থেকে ফিরে নানাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ঘরের একটি কক্ষের সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় নানার মরদেহ দেখতে পান। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম ও মেয়েকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ থানায় আনা হয়।
নিহতের মেয়ে শামীমা আক্তার রিনা বলেন, ‘ঘটনার সময় আমি ও আমার মা মাতারবাড়িতে ছোট ভাই অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা বাবাকে কুপিয়ে হত্যা করে। আলমারিতে গরু কেনার জন্য রাখা ২ লাখ ৫০ হাজার টাকাও লুট করেছে।’
এরইমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. শফিকুল ইসলাম। তিনি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 
                             
                                    -20250728093047.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন