বগুড়া শিবগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মহাস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক মনির হোসেন (২৮) পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) ওই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, জেলার মহাস্থান এলাকায় বালুবাহী ট্রাকে পেছন থেকে এসে অপর একটি বালুর ট্রাকে ধাক্কা দেয়। এতে এক ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন। একই ট্রাকের সহকারী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন