বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া গ্রামের রাজেশ্বর বৈদ্য (৬৫) ও বরগুনার সদিপুর এলাকার সাইদুল ইসলাম (৩০)। আহত মাহবুব হোসেন (২৮) চুয়াডাঙ্গার বাসিন্দা।
পুলিশ জানায়, বরিশাল থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল শেয়ালবাড়ি এলাকায় পথচারী রাজেশ্বর বৈদ্যকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজেশ্বর বৈদ্য মারা যান।
আহত মাহবুব হোসেনকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই আরোহী বরিশাল থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। তারা দুজন পৃথক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে কে চালক ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানায় জব্দ রয়েছে।’

 
                            -20250728184247.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন