চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১৬ দিন পর আবু তাহের (৫০) নামে নিখোঁজ এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া রাজার টিলা (সুন্দরশাহ ছিলা) এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু তাহের উপজেলার নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া বক্তারখীল এলাকার মৃত হাচি মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘বোচা মিয়া’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে গরু আনতে গিয়ে কিশোর পারভেজ ও সাইফুল ঝিরিতে একটি লাশ দেখতে পায়। পরে তারা মুরুব্বিদের খবর দিলে মুরুব্বিরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিমকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে ভূজপুর থানা পুলিশকে অবহিত করেন।
ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের পাশে পড়ে থাকা শার্ট ও লুঙ্গির মাধ্যমে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
ইউপি সদস্য আবদুল হালিম বলেন, ‘দুপুর ২টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে থানা পুলিশকে জানাই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্বজনরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :