ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে তারা কেন্দ্রীয় সিন্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি স্থানীয় চার রাস্তা ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আইয়ুব আলী খান ও সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ।
বক্তারা জানান, গত ১২ জুলাই উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণার পর মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুরের একটি ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটিকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
কোনো তদন্ত ছাড়াই নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের এ সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সমাবেশে মীর রাজিউর রহমান আসাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরা বিক্ষোভ নিয়ে ঢাকায় যাত্রা করব। আমরা জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতি করছি। এখন কিছু বাইরে থেকে এসে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। আমরা তদন্ত দাবি করছি, বালিয়াডাঙ্গী বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না।’
গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবর রহমানকে হিংসাত্মক ও অশোভন আচরণের অভিযোগে বিএনপি থেকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
আপনার মতামত লিখুন :