টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন পপি খাতুন (২২) নামে এক তরুণী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পপি খাতুন উপজেলার আড়ালিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তিনি দুই বছরের শিশু সন্তানের জননী।
প্রতিবেশী মারুফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানের ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষায় এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে তিনি আটকে যান।
সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার পর আবারও তারে স্পর্শ লেগে বিদ্যুদায়িত হয়ে আহত হয়েছেন আরেক স্বজন খাদিজা (৩৭) নামের অপর নারী। আহত দুই নারী চিকিৎসাতে স্বাভাবিক হয়ে উঠেছেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে অরনখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ‘বাড়ির উঠোনো কারেন্টের সাইড লাইনে এ ঘটনা ঘটেছে। নিহত পপি জলছত্র গ্রামের কাদের মিয়ার মেয়ে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন