বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও ফুটপাতের সুশৃঙ্খল ব্যবহারে রেলিং স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল থেকে এই রেলিং স্থাপন শুরু হয়, যা স্থানীয় নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে বাস্তবায়ন হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে থানা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান এবং যৌথবাহিনীর সহযোগিতায় সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের পরদিন থেকেই ফের ভ্রাম্যমাণ দোকানপাট বসানো এবং অনিয়ন্ত্রিতভাবে যানবাহন পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হলে, পুনরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যক্রম চালু রাখা হয়।
বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ড থেকে সিও অফিস বাসস্ট্যান্ড হয়ে তিষীগাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দু’ধারে একাধিক ব্যক্তি অবৈধভাবে জায়গা দখল করে স্থায়ী ঘর নির্মাণ এবং কাঁচাবাজার স্থাপন করেছিল। এসব অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন যাবৎ যানজট এবং দুর্ঘটনা এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে রেলিং স্থাপনসহ সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সুধীজনেরা মনে করেন, পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ নাগরিক নিরাপত্তা ও চলাচলে স্বস্তি ফিরিয়ে আনবে। নগর ব্যবস্থাপনায় এধরনের পদক্ষেপ দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে বলেও তারা অভিমত প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :