গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী স্টেশন রোডের হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ‘সকালে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি খণ্ডিত মরদেহ উদ্ধার করে।’
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবককে খুন করে মরদেহ খণ্ড খণ্ড করে ব্যাগে ভরে ফেলে রেখে গেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। সিআইডি টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’
তিনি আরও জানান, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও সিআইডি।’
আপনার মতামত লিখুন :