গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবিতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।
প্রেসক্লাব ছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।
আরো বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ সালাহউদ্দিন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের নির্মম হামলার শিকার হয়েছেন। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। সাম্প্রতিক সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া হচ্ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।
তারা আরও বলেন, সাংবাদিকরা সবসময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার ও নির্যাতনের শিকার হচ্ছেন। তবে আজ পর্যন্ত কোনো হত্যার বিচারে সুষ্ঠু ফলাফল পাওয়া যায়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এ ধরনের অপরাধের জন্য সাহস পাচ্ছে।
বক্তারা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে তুহিন হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান, যাতে অপরাধীরা এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :