রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত ‘সামুরাই চাপাতি’ ও অন্যান্য বিপজ্জনক অস্ত্র।
গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে রাজধানীর নাজিমুদ্দিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ‘ডেয়ারিং টাইগার্স’ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সম্প্রতি কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। তদন্তে উঠে আসে, নিউমার্কেটসহ কিছু এলাকায় দোকান ও গুদাম থেকে এসব অস্ত্র ভাড়া ও বিক্রি করা হচ্ছিল।’
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী নিউমার্কেট এলাকায় অভিযান চালায় এবং বিভিন্ন দোকানে ‘গৃহস্থালি সামগ্রী’ হিসেবে মজুত রাখা বিপুলসংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এসব অস্ত্র ব্যবহার করে সম্প্রতি রাজধানীতে একাধিক হত্যাকাণ্ড, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ব্যবসায়ীদের কেউ এই অপরাধচক্রের সঙ্গে জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে।
ব্যবসায়ী সমাজের উদ্দেশে সেনাবাহিনী বলেছে, কেউ যেন এসব অস্ত্র বিক্রি না করেন। অনেকেই স্যুভেনির হিসেবে কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া যদি কোথাও অবৈধ ধারালো অস্ত্রের ব্যবসা চোখে পড়ে, তাহলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :