চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের দাখিল করা অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত। এদিন মামলার বাদী ও নিহতের পিতার উপস্থিতি নিশ্চিত করতে সমন জারি করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, ‘বাদী অসুস্থতার কারণে আজ হাজির হতে পারেননি। আদালত তার উপস্থিতি নিশ্চিত করতে সমন জারি করেছেন।’
গত ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। তদন্তে মোট ৪২ জন আসামির মধ্যে ২০ জন গ্রেপ্তার, ১৮ জন পলাতক এবং ৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
২০২৩ সালের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের সমাবেশ হয়। এর কয়েকদিন পর রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৫ নভেম্বর চট্টগ্রামের আদালতে জামিন শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় তিন আসামি-চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
তারা জানিয়েছেন, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আলিফকে ১৫-২০ জন মিলে নির্মমভাবে হত্যা করা হয়।
আপনার মতামত লিখুন :