শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৩ পিএম

সার্কিট হাউস মাঠের সালামি মঞ্চের দেওয়াল নির্মাণ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৩ পিএম

সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেওয়াল নির্মাণ বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেওয়াল নির্মাণ বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে কাজ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেওয়াল নির্মাণ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসক। 

রোববার (১০ আগস্ট) বিকেল থেকে সেই সালামী মঞ্চের চারিদিকে দেওয়াল নির্মাণ শুরু হয়। এ দৃশ্য কেউ কেউ ফেসবুকে শেয়ার করেন। এরপরই শুরু হয় বিভিন্ন মহল থেকে সমালোচনা। পরে বন্ধ করা হয় কাজ।

ময়মনসিংহবাসীর গর্ব ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। বিশাল এ মাঠটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি খেলাধূলা চলে কয়েক হাজার ছাত্র-যুবকের। সেই মাঠের এক প্রান্তে অবস্থিত সার্কিট হাউস। অতিথিরা কেউ আসলে সার্কিট হাউসেরই সামনে মাঠের সালামি মঞ্চে গার্ড অব অর্নার নেন অতিথিরা। সালামি মঞ্চটি টাইলসের। তবে সেটি উন্মুক্ত। 

রোববার বিকেলে সালামি মঞ্চের চারিদিকে স্বল্প দৈর্ঘ্যের ইটের গাঁথুনি দিয়ে দেওয়াল ওঠানোর কাজ শুরু করা হয়, যা মাঠের খোলামেলা দৃশ্যকে ব্যাহত করবে। খেলাধূলারও সমস্যা হবে। সবচেয়ে বড় কথা, কী দরকার এ কাজটির। নানান মহলের এ সমালোচনা ও ক্ষোভ নাড়া দেয় প্রশাসনকেও। সন্ধ্যার দিকেই তারা কাজ বন্ধ করে দেন। সন্ধ্যা ৭টার সময় সরজমিনে গিয়ে দেখা গেছে ইটগুলো তুলে ফেলা হচ্ছে। 

শ্রমিকরা জানান, তাদের আবার গর্তগুলো মাটি দিয়ে ভরাট করতে বলা হয়েছে। তবে প্রশাসনের একটি সূত্র জানায়, এ জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করেন। এ কারণেই তারা ছোট দৈর্ঘ্যরে দেওয়াল দিয়ে জায়গাটি ঘিরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু প্রতিক্রিয়া শুরু হওয়ায় তারা এ উদ্যোগ থেকে পিছিয়ে যান। 

সার্কিট হাউস মাঠে খেলা করতে আসা যুবক মেহেদী হাসান বলেন, ‘বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটি আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল শেষ পর্যন্ত তেমন থাকবে এটাই আমাদের চাওয়া।’

ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, ‘সার্কিট হাউস মাঠের বিশালত্বকে ধারণ করার শক্তি আমলাদের নাই। এরা বারবার মাঠের বুকে উন্নয়নের ছুরি চালায়। মাঠে দেওয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে। না হয় আমরা বসে থাকব না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, ‘এটা উন্মুক্ত মাঠ। বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। সেখানে প্রধানমন্ত্রীসহ অনেকে গার্ড অব অনার নিয়েছেন। সুতরাং তাদের নিরাপত্তার দোহাই দিয়ে প্রশাসন কোনোভাবেই ইটের গাঁথুনি দিতে পারে না।’

জেলা প্রশাসক মো. মুফিদুল আলম বলেন, ‘এটা সালামি মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে। আমি সরিয়ে নিতে বলেছি।’

Link copied!