‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মো. ওমর ফারুক। তিনি জানান, ‘গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ থেকে বঞ্চিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।’
তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। অথচ বর্তমানে তাদের এ সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা স্পষ্ট বৈষম্যের দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়- এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাজীবনে অগ্রগতির প্রেরণা। একটি শিশু যখন দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে শুধু তার বিদ্যালয়ের স্বীকৃতির কারণে অংশ নিতে পারছে না, তখন সেটি তার মানসিক বিকাশ ও মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘শিক্ষা হলো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুকে তার শিক্ষা ও আত্মপ্রকাশের সুযোগ থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকারের উচিত এ বৈষম্যমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও এবং ‘মার্চ ফর ঢাকা’-সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. শাহ আলম মুন্সী, কচুয়া উপজেলা সভাপতি শাহ্ মো. জাকির উল্লাহ, সম্পাদক মোহাম্মদ আলী, মতলব উত্তর সম্পাদক এসকে শহীদ, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহমেদ বাদল, সম্পাদক মোস্তফা কামাল, ফরিদগঞ্জ সভাপতি রেজাউল করিম মাসুদ, সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাইমচর সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক হাফিজুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন