রাজধানী ঢাকায় এক দিনে চার এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রী ও নগরবাসীর মাঝে।
দিনের বেলায় মিরপুর ও হাতিরঝিলের পর রাতে বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণ হয়। ওই সময় স্টেশনে উপস্থিত যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
এর আগে রাত সাড়ে ৮টার সময় আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে মোটরসাইকেলে এসে একজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।
শেরেবাংলা থানার ওসি ইমাউল হক জানান, ঘটনায় কেউ আহত হয়নি। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
দিনে আরও দুই বিস্ফোরণ
বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণ ঘটে। হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ জানান, বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
চারটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনও কোনো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন