রাজধানীর বেইলি রোডের কেএফসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৫ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখা যায় আগুন ইতোমধ্যেই নিভে গেছে।
এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন