গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রীসহ ১৯ দিনের এক শিশু ও এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, েআজ দুপুরে ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমি পাম্পের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে জাহেদুল ইসলাম ও ১৯ দিনের একটি শিশু মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার পর আমরা আহতদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে আরও মৃত্যুর খবর এখনো নিশ্চিত নয়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন