খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন সদস্যরা অভিযান চালিয়ে প্রায় নয় লাখ ২৭ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ করেছে।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি-জি ও উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি টিম মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চট্টমেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ভাঙারি বহনকারী ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ৩০৯ ঘনফুট অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (২৯৬ টুকরা) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২৭ হাজার টাকা বলে জানা গেছে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন