পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ।
রোববার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তোলার সময় বড়সড় ইলিশটি ধরা পড়ে।
পরে মাছটি কুয়াকাটার মেয়র বাজারে নিয়ে এলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে ৫ হাজার ১৭০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন।
জানা গেছে, ডাকের মাধ্যমে মণপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা দরে মাছটির এ মূল্য নির্ধারিত হয়।
ছগির হোসেন বলেন, এতো বড় সাইজের ইলিশ এখন সচরাচর পাওয়া যায় না। লাভের আশায় মাছটি কিনেছি, সামান্য মুনাফা পেলেই বিক্রি করে দেব। ঢাকায় বিক্রি করার পরিকল্পনা রয়েছে।
জেলে নাসির মাঝি জানান, আজকে সমুদ্রে গিয়ে শুধু একটি বড় ইলিশই পেয়েছি। বড় ইলিশ এখন খুব কম ধরা পড়ে। তবে এ মাছটি বিক্রি করে ভালো দাম পেয়েছি, এতে আমি খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যে ইলিশের পরিমাণও বাড়ছে। আশা করা যায় সামনের দিনে সরবরাহ আরও বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন