বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ইমিগ্রেশনের জাল বহির্গমন ফরম সরবরাহকারী চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আতিকুর রহমান ও রুবেল হোসেন, বড়আচড়া গ্রামের আলামিন শেখ এবং রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন।
এপিবিএনের ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, অভিযানের সময় এই চার জন যাত্রীর কাছ থেকে অর্থ আদায় করে ইমিগ্রেশনের জাল বহির্গমন ফরম সরবরাহ করছিলেন। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন অফিসের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, বর্তমানে ভারতগামী যাত্রীদের বহির্গমন ফরম পূরণের প্রয়োজন নেই। ইমিগ্রেশনের ডেস্ক অফিসাররাই পাসপোর্ট অনুযায়ী সরাসরি অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করেন। এ বিষয়ে যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন