ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও যেকোনো ধরনের অনলাইন ম্যানিপুলেশন রোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
গত বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ নিশ্চয়তা দেন প্ল্যাটফর্মটির সফররত প্রতিনিধিরা।
বৈঠকে সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম জানান, নির্বাচনকে ঘিরে টিকটক এরই মধ্যে অপতথ্য শনাক্ত ও দমন কার্যক্রম জোরদার করেছে। প্ল্যাটফর্মটির বৈশ্বিক বিশেষজ্ঞ দল বাড়তি নজরদারি পরিচালনা করছে। তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনকে অপতথ্য প্রতিরোধে সহযোগিতা করা। টিকটক থেকে কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।’
প্রতিনিধি দল জানায়, প্ল্যাটফর্মটিতে প্রচলিত সেফটি মেকানিজম, অপতথ্যবিরোধী নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান সহযোগিতা আরও শক্তিশালী করা হবে। অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে নতুন উদ্যোগও নেওয়া হবে।
তারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকেই বাংলাদেশ থেকে প্রায় এক কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করেছে টিকটক, যা দৈনিক কনটেন্ট ইন্টেগ্রিটি ও নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে নেওয়া নিয়মিত পদক্ষেপ।
নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি–মিডিয়া–টেক প্ল্যাটফর্মের সমন্বিত প্রচেষ্টা এখন সবচেয়ে জরুরি, এমন মতও দেন প্রতিনিধিরা।
এই উদ্যোগে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নির্বাচনি তথ্যপ্রবাহকে স্বচ্ছ, নিরাপদ ও অপতথ্যমুক্ত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন