ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৩:১১ এএম
আবুল কাসেম মুন্সি। ছবি- সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘটেছে রীতিমতো সিনেমার মতো এক কাণ্ড। ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে সরাসরি তার বাড়ির সামনে অনশন করে বসে পড়েছেন ৭৫ বছরের আবুল কাসেম মুন্সি। শনিবার ঠুটাখালী গ্রামে দিনের পর দিন আলোচনায় ছিল এই ঘটনাই।

স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন আবুল কাসেম। দুই মাস আগে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পরপরই প্রস্তাব দেন বিয়ের। দাবি অনুযায়ী, নারীও রাজি হয়ে নেন তার কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ! ভুল ঠিকানা দিয়েও গায়েব হয়ে যান তিনি। অবশেষে নানা খোঁজাখুঁজির পর আসল বাড়ি খুঁজে বের করেন কাসেম। তারপরই সাফ জানিয়ে দেন, ‘হয় আমাকে বিয়ে করবে, নয়তো টাকা ফেরত দেবে।’ আর এই দাবি বাস্তবায়নের জন্যই তার অনশন।

গ্রামের মানুষের মতে, ওই নারী নাকি এর আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাই এবার তার শাস্তি হওয়া দরকার। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নারী আত্মগোপনে চলে যান। ফলে অনশন নিয়ে গ্রামজুড়ে হাসাহাসি, চায়ের দোকানে চলছে আলোচনার ঝড়। 

ইউপি সদস্য পলাশ ফকির বলেন, ‘তারা উভয়েই একাধিকবার বিয়ে করেছেন। বৃদ্ধ এখন আর অনশনে নেই, আর সেই নারী কোথায় আছে সে খবরও মেলেনি।’

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনাই যেন প্রমাণ করে দিয়েছে, প্রেমের খেলা বয়স মানে না, আর টাকা-পয়সার হিসাব তো আরো কম মানে!