ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ আগস্ট) রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে ছাত্রীটির উপর হামলা চালায় প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২)। মুখ চেপে ধরে ধারালো ছুরি দিয়ে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ইয়াসিন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন।
‘কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতেই অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন আছেন।’
আহতের পরিবার জানায়, প্রতিবেশী ইয়াসিন ছাত্রীটিকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে হত্যাচেষ্টা চালায়।
এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন