উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২২ আগস্ট) জারি করা বিশেষ সতর্কবার্তায় সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। সামুদ্রিক এলাকায় ঝড়ো হাওয়া ও উচ্চ ঢেউয়ের কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ কারণে, উল্লেখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কতার এই নির্দেশ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে। নদীবন্দর এলাকায় মাছ ধরা নৌকা, ট্রলার ও ছোট নৌকাগুলোকে বিশেষভাবে সাবধান থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা অনুযায়ী, দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। মৎস্যজীবী ও নৌপথের ব্যবহারকারীদের নির্দেশনা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন