বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের বিশিষ্ট শিক্ষক ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম হেলালী ইন্তেকাল করেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তার মৃত্যুতে বেতাগীর বিবিচিনি ইউনিয়নসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা রফিকুল ইসলাম হেলালী ফুলতলা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
পাঠদানের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষাদানে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং বিবিচিনি ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বও পালন করছিলেন। তার সজ্জন ও বিনয়ী স্বভাবের কারণে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন বলেন, হেলালী সাহেব শুধু একজন সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবককে হারালাম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২৪ আগস্ট, ২০২৫) সকাল ৯টায় বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামে (রানীপুর বাজার সংলগ্ন) মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য তার পরিবার ও সহকর্মীরা অনুরোধ জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন