রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৪৭ পিএম

সিনেমার গান আর করবেন না প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৪৭ পিএম

গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। ছবি - সংগৃহীত

গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। ছবি - সংগৃহীত

বাংলাদেশের খ্যাতনামা গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ স্পষ্ট জানিয়ে দিলেন, আর কোনো সিনেমার গান তিনি করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক আবেগঘন লেখায় তিনি জানান, বহু আলোচিত ও বড় বাজেটের সিনেমার গান করার প্রস্তাব পেয়েও সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘অনেক সিনেমার কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু ফিরিয়ে দিয়েছি। এমনকি এমন একজনের অনুরোধও প্রত্যাখ্যান করেছি, যার সঙ্গে দেখা করা নিয়েই মানুষ অপেক্ষা করে, ফোন পাওয়া তো অনেক দূরের কথা। তবু আমি যাইনি।’

প্রিন্স মাহমুদের মতে, সিনেমায় গান করলে সেই গান হয়ে ওঠে মূলত নায়ক বা পরিচালকের পরিচয়ের অংশ, অথচ গীতিকার বা সুরকার হিসেবে তার অবদান আড়ালে চলে যায়। এই পরিস্থিতিকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। পাশাপাশি সিনেমার গানে নিজের মতো করে কাজ করার সুযোগও থাকেনা বলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

 প্রিন্স মাহমুদ। ছবি - সংগৃহীত

তিনি বলেন, ‘সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার আর জায়গা নেই। আসলে গান হয় নায়ক বা পরিচালকের ভাবনা অনুযায়ী। সেখানে আমার স্বাধীনতা থাকে না। তাই অযথা ক্রেডিট নেওয়ার মানে হয় না।’

তবে তিনি অডিও গানের জগতে কাজ চালিয়ে যাবেন বলে জানান। সেখানেই তিনি নিজের মতো করে সুর ও গান তৈরি করতে চান। তার ভাষায়, ‘আমি থাকব অডিও গানের আঙিনায়। যেখানে থাকবে মা, এত কষ্ট কেন ভালবাসায়, আজ জন্মদিন তোমার, বাবা, বাংলাদেশ (আমার সোনার বাংলা), যদি হিমালয় হয়ে, তুমি বরুণা হলে মাটি হব মাটি, কেন কর কান্না কাটি, তাহসানের আমার ছিপ নৌকোয় এসো, তপুর সোনার মেয়ে, তুহিনের আলো বা মিনারের একাকিত্বের কোনো মানে নেই-এর মতো গান।’

রূপালী বাংলাদেশ

Link copied!