চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় ট্যাংকির নির্মাণকাজ করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ আশিয়া ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ ডিলার বাড়ির জানে আলমের নতুন ঘরের ট্যাংকির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলানা নুর আহমদ বাড়ির মৃত সোলাইমানের ছেলে নাজু (২৭) এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে তারেক (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্যাংকির নির্মাণকাজের সময় অসাবধানতাবশত তারা ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে গ্যাস জমে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন