দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সংকটে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার চার লাখ মানুষ।
এই কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সুদীর্ঘ কাল ধরে নানা সমস্যা ও অনিয়ম অসঙ্গতির মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসক (মেডিকেল অফিসার) বরাদ্দ রয়েছে ১৯ জন তারমধ্যে আছে মাত্র ৭ জন। এর মধ্যে ২ জন অন ডেপুটিশনে অন্যত্র আছে।
বর্তমানে ৫ জন মেডিকেল অফিসার এখানে কর্মরত রয়েছেন। মেডিকেল এ্যাসিসট্যান্ট বরাদ্দ রয়েছে ১৫ জন। কর্মরত আছে ৭ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরও সংকট রয়েছে।
মূলত স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে এলাকার মানুষ সুচিকিৎসা বঞ্চিত হচ্ছে।
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইনডোর ছাড়াও আউটডোরে ছুটির দিন ব্যতীত প্রতিদিনই ৩-৪শ' জন করে রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। তারপর রয়েছে জরুরি বিভাগ।
যেখানে সবসময় চিকিৎসক থাকতে হয়। এ ছাড়াও একজন চিকিৎসক আরএমও এর দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে চিকিৎসক সংকট চরমে।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল রেজওয়ান চিকিৎসক সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, শুধু এখানেই নয় অন্যান্য স্থানেও একই অবস্থা। তারপরও আমরা স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়েই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে সচেষ্ট রয়েছি।

 
                             
                                    -20250810154707.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন