জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মেজবাউল ইসলাম পূর্বপাড়া গ্রামের আলতাফ আলী ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল এক গৃহবধূকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নিজেকে বাঁচাতে ওই গৃহবধু ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। তখন ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যান। ওই নারী রাতে কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছে পরিবার।
এ ব্যাপারে কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছেন। আর মেজবাউলের পিতা বাদী হয়ে মামলা দিয়েছেন। সেই মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন