ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উঠান বৈঠকে যোগ দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তাদের জন্য উপহার পাঠিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানার প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানা অনেকদিন ধরে রাজনীতি করছেন, আমাদের সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। আমরা উনার এলাকায় আসছি শুনে উনি উনার লোকজন পাঠিয়েছে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। এটাকে অবশ্য আমাদের সাধুবাদ জানাই। আমরা উনার উপহার সাদরে গ্রহণ করেছি।
তিনি বলেন, কেউ যদি আমাদেরকে আক্রোশ পূর্ণভাবে কথা বলে আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেব। আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করব না যার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে হাসনাত বলেন, ভিপি নূর ভাইযের ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটি মেসেজ। আমরা তারেক রহমানকে দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। উনাকে যেভাবে বাজে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছে। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম বদলাতে না পারি। এজন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পুলিশকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, আপনারা আমার ভাই। আপনারা এই বিপ্লবের অংশ। পুলিশ সংস্করণ কমিশনের জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। অন্যথায় যে সরকার আসবে এই সরকার আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। পুলিশের সংস্কার হয় নাই এটা দুঃখজনক অবশ্যই পুলিশের সংস্কার করতে হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন