বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৪১ এএম

অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৪:৪১ এএম

মো. ইফতেখারুল ইসলাম।  ছবি- সংগৃহীত

মো. ইফতেখারুল ইসলাম। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ইফতেখারুল পড়ে যান এবং গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।

একজন প্রত্যক্ষদর্শী রিকশাচালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইংরেজি বিভাগের ওই ভাইটির মৃত্যুর দায় রিকশাচালকের বেপরোয়া চালানোর কারণে। রিকশাটি হঠাৎ ইউটার্ন নিয়েছিল যা এই অকাল মৃত্যু ডেকে আনে। সরকারের কাছে আবেদন, রিকশাচালকদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন।’

ইংরেজি বিভাগের সভাপতি ড. মো. মনিমুল ইসলাম জানান, ‘মোটরসাইকেলে দুইজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। রিকশার ব্রেকফেল হয়ে ধাক্কা দেওয়ার ফলে পিছনে বসা ইফতেখারুল পড়ে যান এবং নিহত হন।’

এ ঘটনায় রাজশাহী নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ‘তারা ঘটনাস্থল থেকে অটোরিকশার চালককে আটক করেছেন এবং সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

Link copied!