বগুড়া শহরের দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবালকে (২৬) জবাই করে হত্যা করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার পিপুল বাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে।
পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইকবাল গত কয়েকবছর ধরেই বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকরি করতেন। সেখানে একটি কক্ষে ইকবাল রাত্রিযাপন করতেন। রোববার সকালে ইকবালের গলা কাটা মরদেহ তার শয়নকক্ষে দেখতে পাওয়া যায়। তার দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন