বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের ফেরাউন হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘ফেরাউনের সময়ের কথা আমি বলতে পারি না, তবে গত ১৫ বছরে এই দেশে সাধারণ মানুষ, আলেম-ওলামা, দাড়ি-টুপি পরা লোকজন ঘর থেকে বের হতে পারেনি। আলেমরা ইসলাম প্রচার করতে পারেনি। এই সময়টাই ছিল ইসলামের জন্য সবচেয়ে কঠিন সময়।’
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া উত্তরপাড়া জামে মসজিদে হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি আরও বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেই সময়ও ইসলাম ধ্বংসের চেষ্টা হয়েছিল, আজও সেই চক্রান্ত চলছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ইসলাম ও মুসলমানদের দমন করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজুল ইসলাম, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন