সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের কাজে চাঁদা না দেওয়ায় সাইট ম্যানেজার ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার হরিজন কলোনীর একটি ৭ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হামলায় আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন কয়েকজন যুবক নির্মাণাধীন ভবনে গিয়ে সাইট ম্যানেজারের কাছে চাঁদা দাবি করেন। ম্যানেজার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর শুরু করেন। শ্রমিকরা এগিয়ে এলে তাদেরও রড ও বাঁশ দিয়ে বেদম প্রহার করা হয়। এ সময় হামলাকারীরা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
সাইট ম্যানেজার সিয়াম হোসেন বলেন, ‘শুভ, অরুন, বর্ষণ, তপুসহ আরও ১০-১২ জন নাম না জানা যুবক আমাকে ঘিরে ফেলে মারধর করে। শ্রমিকেরা এগিয়ে আসলে তাদেরও এলোপাথাড়ি পেটানো হয়।’
মির্জা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে স্থানীয় কতিপয় লোক ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। পরে আহত চার শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেনাবাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030225605.webp) 
                                                                                    -30-10-25-20251030222222.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন