নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী রেলওয়ে শ্রমিকলীগের পাঁচ নেতা।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে রেলওয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটিতে ওই পাঁচ নেতাকে পদ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির ঘোষণা দেন রেলশ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। ২৬ সদস্যের নবগঠিত ওই কমিটিতে আওয়ামী লীগের সাবেক কমিটির কার্যকরী সভাপতি আতাউল ইসলামকে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের কার্যকরী সদস্য সানাউল হককে সাংগঠনিক, শ্রমিক লীগের উপদেষ্টা সদস্য লিটন খাঁনকে আইনবিষয়ক সম্পাদক ও উপদেষ্টা সদস্য মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।
এতে ক্ষুব্ধ শ্রমিকদলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগপন্থী শ্রমিক ও কর্মচারী দিয়ে শ্রমিকদলের কমিটি করা ঠিক হয়নি। এতে প্রকৃত বিএনপি কর্মীরা হতাশ হয়েছেন। এতে স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে বলে দাবি একাধিক জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারীর।
রেলওয়ে ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটে শ্রমিক দলে সভাপতির দায়িত্বপ্রাপ্ত শ্রমিকলীগ নেতা আতাউল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে চাপে পরে আমরা শ্রমিক লীগ করতাম। তবে কমিটির কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। কাজের স্বার্থে ওই দলে যুক্ত ছিলাম।’
রেল শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম জানান, ‘যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা ভালো মানুষ। তারা চাপে পড়ে শ্রমিকলীগ করেছেন। তাদের আওয়ামী লীগ করার মনোভাব ছিল না। ৫ আগস্টের পর শ্রমিকদলের ডি ফরম পূরণ করেছেন এই কারণে আমরা তাদেরকে কমিটিতে রেখেছি।’
এ ব্যাপারে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, ‘আওয়ামী লীগপন্থি শ্রমিক দিয়ে কমিটি গঠনের পর আমরা জেনেছি। এটা আমাদের অঙ্গ-সংগঠন রাজনৈতিক জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত। আমরা তাদের সাথে কথা বলে বিষয়টি কেন্দ্রে জানাব। বিএনপির মূলনীতি হলো কোনো আওয়ামীপন্থির স্থান হবে না। আমরা সেই পন্থায় কাজ করব।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন