ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই রেল অবরোধের কারণে খুলনাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে আটকে পড়ে।
স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে রেলপথে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি বিবেচনায় জাহানাবাদ এক্সপ্রেসের রুট পরিবর্তন করে কাশিয়ানী জংশন থেকে বোয়ালমারী হয়ে কালুখালী-রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অবরোধের কারণে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, সকাল ৮টা ১৫ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেসের ভাঙ্গা পৌঁছানোর কথা থাকলেও রেলপথ অবরোধের কারণে ট্রেনটি মুকসুদপুর এলাকাতেই থেমে আছে।
কৈডুবি রেলগেটের গেটকিপার মুস্তাফিজুর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন