ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী জিএস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চালক জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রী নামাতে গাড়ি থামান। এ সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের মাদক তল্লাশির কথা বলেন। কিছুক্ষণ পর তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ১৫ জনের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেন।
ডাকাতদের কবলে পড়া যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের হাতের রুলি, গলার চেইন, কানের দুলসহ নগদ টাকা এবং যাত্রী রুবেল হোসেনের টাকা-পয়সাসহ আরও অনেকের মালামাল লুট করে নেয় ডাকাতরা। পরে জালকুড়ি এলাকায় নেমে যায় তারা। ডাকাত দল নামার পর যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
যাত্রীরা অভিযোগ করেন, বাস চালক ও হেলপারদের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি ডাকাতি না ছিনতাই। তবে বাস চালক আরিফুল ইসলাম (৫০), হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন