চট্টগ্রামের পটিয়ায় সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালিয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ‘মাসুদ ডেইরী পোল্ট্রি এন্ড ফিশারীজ লিমিটেড’-এ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মুখোশধারী ডাকাতদল খামারে প্রবেশ করে প্রথমে নৈশপ্রহরী সাইফুদ্দিনকে জিম্মি করে ফেলে। এরপর একে একে শ্রমিক মংসিং থোই (৩৫), হযরত আলী (৪০), শামশুল আলম (৫৫) ও শহীদুল্লাহ মন্ডলকে (৪২) হাত-পা বেঁধে নির্মমভাবে পেটাতে থাকে।
খামারের ক্যাশিয়ার নুরুল আজিজ বলেন, ‘আমরা প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি চলে যাই। রাতে ডাকাতদল এসে শ্রমিকদের জিম্মি করে অফিস থেকে নগদ ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করতে অফিসের সিসিটিভি ক্যামেরার ডিভাইসও নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় খামারকেন্দ্রিক ডাকাতির আশঙ্কা থাকলেও নিরাপত্তা জোরদার হয়নি।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘খামারের কর্মচারীদের জিম্মি করে ডাকাতি চালানোর ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251029234634.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251029222139.webp) 
                                                                                     
                             
        
        
        
        
       -20251030020737.webp) 
       -20251030020059.webp) 
       -20251030020010.webp) 
       -20251030015911.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন