বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রেখেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান এম এ সালাম বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। পাশাপাশি আগামী বুধবার ও বৃহস্পতিবার জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তে বাগেরহাটের একটি সংসদীয় আসন বাদ দেওয়া হয়েছে। এই অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জেলার একটি সংসদীয় আসন পুনঃনির্ধারণ করে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দফায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে।
নেতারা জানান, দুর্গাপূজার কারণে আপাতত হরতাল ও অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলার ৪টি আসন বহাল না করা পর্যন্ত আন্দোলন থেকে কোনোভাবেই সরে আসবে না সর্বদলীয় সম্মিলিত কমিটি।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষও এ আন্দোলনে যোগ দিয়ে চারটি সংসদীয় আসন বহালের দাবি জানিয়েছেন।
তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে বাগেরহাটবাসীর ভোটাধিকার খর্ব হচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চলবে।
এতে বাগেরহাট জেলা শহর ও উপজেলার নির্বাচন অফিস এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন