মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পূর্বাচল (রূপগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:৫১ পিএম

জনগণকেন্দ্রিক নিরাপত্তাই সর্বোচ্চ নিরাপত্তা: আনসার-ভিডিপি মহাপরিচালক

পূর্বাচল (রূপগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:৫১ পিএম

কথা বলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি- রূপালী বাংলাদেশ

কথা বলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘জনগণকেন্দ্রিক নিরাপত্তাই হলো সর্বোচ্চ নিরাপত্তা। জনগণ ঐক্যবদ্ধ থাকলে নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয়।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চিনতলা চণ্ডীমন্দির সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনসার মহাপরিচালক বলেন, ‘গুজব ছড়িয়েও কেউ সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারেনি। দুর্গোৎসব যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, জাতীয় নির্বাচনও হবে একইরকম উৎসবমুখর পরিবেশে।’

তিনি আরও বলেন, ‘এবার সারা দেশের ৩০ হাজারেরও বেশি পূজামণ্ডপে আমরা ডিজিটাল পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত করেছি। এটি আমাদের জন্য একধরনের রিহার্সাল ছিল, যেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করেছে। সেই অভিজ্ঞতা থেকেই জাতীয় নির্বাচনের মতো বড় আয়োজনেও আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবো।’

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আমার এখানে আসার মূল উদ্দেশ্য কোনো বক্তব্য দেওয়া নয়, বরং সম্প্রীতির অংশীদার হওয়া। যখন জনগণের মধ্যে সম্প্রীতি থাকে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র সফল হয় না।’

তিনি আরও জানান, ‘এবার কিছু মহল উসকানি দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। আমাদের ডিজিটাল কন্ট্রোল রুম থেকে প্রতিটি পূজামণ্ডপের ছবি ও ভিডিও সরাসরি পর্যবেক্ষণ করায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। ফলে গুজব ও অপপ্রচার কোনো প্রভাব ফেলতে পারেনি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যেভাবে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে হয়েছে, সেভাবেই জাতীয় নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। মতভেদ থাকতে পারে, তবে শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের সবাইকে একসাথে থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল ও মো. আশরাফুল আলম, ৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উজ জামান, রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তব্যের শেষাংশে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা অনেক পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন। আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু মূল শক্তি হলো আপনাদের সম্প্রীতি ও সহযোগিতা। সবাই মিলে কাজ করলে কোনো অশুভ শক্তি আমাদের বিপথে নিতে পারবে না। এই সম্মিলিত প্রচেষ্টাই হবে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির মূল ভিত্তি।’

Link copied!