যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেনাবাহিনীর অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মেজর ইফতেখারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মৃত আব্দুল আজিজ কমান্ডারের ছেলে জাকির এবং আবু সাঈদের ছেলে আলমগীর। তারা চাচাতো ভাই।
যশোর পুলেরহাট আর্মি ক্যাম্প সূত্র জানায়, জাকির ও আলমগীর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চুড়ামনকাটি দক্ষিণপাড়ার আছিয়া ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক দুইজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন