মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় অবৈধ কারেন্ট জালসহ ৫ হাজার মিটার জাল ও কিছু জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করার সময় অসাধু জেলেরা পালিয়ে যায়।
পরে দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে ওই জব্দকৃত জাল উপজেলা চত্বরে পোড়ানো হয় এবং মাছগুলো কিছু হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানটি উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেনসহ সংশ্লিষ্টরা।
মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে কঁচা নদীর আলীর খাল থেকে মাছ ধরার সময় ৫ হাজার মিটারের অবৈধ কারেন্ট জালসহ ৭-৮টি ইলিশা জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছিল। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে গত (৪ থেকে ২৫ অক্টোবর) পর্যন্ত ২২ দিনের সরকার কর্তৃক ইলিশের প্রধান মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসন কতৃক কঠোর অবস্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন