মাদারীপুরের কালকিনিতে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ দুই শ বছরের কুন্ডুবাড়ির মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় জনতার ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদ বাড়ি ভূরঘাটা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা-মজিদ বাড়ির এলাকার কুন্ডুবাড়িতে শ্যামাপূজাকে ঘিরে প্রায় দুই শ বছর ধরে এ কুন্ডুবাড়ির মেলা বসে আসছিল। প্রতিবছরের ন্যায় অল্পকিছু দিন পর এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ মেলা ঘিরে মাদক সেবন ও ইভটিজিংসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে ওই মেলা বন্ধের দাবিতে ৫ শতাধিক লোকের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী, কালকিনি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা গোলাম হোসেন, আবদুর রব, দেলোয়ার হোসন, মুফতি সাইদ হোসেন, ইমরাত সরদারসহ অনেকে। বক্তারা বলেন, ‘সপ্তাহব্যাপী কুন্ডুবাড়ি মেলা ঘিরে এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদক বিক্রি বেড়ে যায়। আমরা এ মেলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানাই। কুন্ডুবাড়িতে পূজা চলবে কিন্তু মেলা বসতে পারবে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন