পঞ্চগড়ের করতোয়া সেতুতে অফিস যাওয়ার পথে ট্রাকচাপায় আটোয়ারি উপজেলার উপজেলা অফিসের প্রসেস সার্ভার আনারুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। তাঁর বাড়ি পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামে, তিনি বাহারউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। আনারুল আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে রওনা হন। করতোয়া সেতুর পথে ইজিবাইককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যান।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের পরিবার অত্যন্ত শোকে স্তব্ধ; তিনি ২ কন্যা সন্তান ও ১ ছেলে সন্তানের পিতা। তাঁর বৃদ্ধ মা শয্যাশায়ী। স্ত্রী সুফিয়া স্বামী হারানোর পর মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।
এই দুর্ঘটনা নিহতের পরিবারকে কঠিন বিপর্যয়ে ফেলে দিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন